অপ্রচলিত মাৎস্যসম্পদের চাষই বদলে দেবে বাংলাদেশের অর্থনীতিঃ


মৎস্যসম্পদের উন্নয়ন বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো মাছ উৎপাদন ও মাছ চাষের সাথে জড়িত বিষয়সমূহের উন্নয়ন ও প্রসার। কিন্তু আমাদের দেশের এতো জলাভূমি, বিশাল সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকার যথাযোগ্য ও অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদেরকে শুধু প্রচলিত মাছ চাষে সীমাবদ্ধ থাকলে হবেনা বরং দৃষ্টিপাত করতে হবে অপ্রচলিত মাৎস্যসম্পদ যেমন শামুক, ঝিনুক, কাঁকড়া, লবস্টার, স্কুইড চাষ এসব বিষয়ে। এর উল্লেখযোগ্য একটি কারণ হলো দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বিশাল রপ্তানিবাজার সৃষ্টি করা যেগুলো অর্থনীতির জন্য হবে বিশাল এক চালিকাশক্তি। যেসব মাৎস্যসম্পদ আমাদের দেশে খাদ্য হিসেবে খুব একটা প্রচলিত নয় যেমন উদাহারণ হিসেবে বলা যায় নরম খোলসের কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি পৃথিবীর অন্যান্য দেশে খুবই প্রচলিত ও উপাদেয় খাদ্য। অবিশ্বাস্য হলেও সত্যি যে চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারতসহ আরো অনেক দেশের অর্থনীতির উল্লেখযোগ্য একটা যোগান আসে এই খাত থেকে। তাই এসব সম্পদের যথাযোগ্য চাষ ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে পারলে তা আমাদের দেশের জন্য হয়ে উঠবে বৈদেশিক মুদ্রার এক অনন্য উৎস যা আমাদের অর্থনীতির চাকাকে করবে আরো সচল।

আমাদের করণীয়ঃ

Ø  ফিশারিজ সেক্টরে জড়িত জনগোষ্ঠিকে এসব বিষয়ে দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে তারা সারাদেশে অপ্রচলিত মাৎস্যসম্পদের চাষের বিস্তার ঘটাতে পারে।
Ø  ফিশারিজ বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও স্নাতকদের এসব বিষয়ে গবেষণা করার সুযোগ ও ক্ষেত্র তৈরি করে দেয়া।
Ø  দেশের বিভিন্ন অঞ্চলে সভা, সেমিনার করে বা লিফলেট বিতরণের মাধ্যমে অপ্রচলিত মাৎস্যসম্পদ চাষের ভূমিকা তুলে ধরা।
Ø  যেসব বিশ্ববিদ্যালয় এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই গবেষণা করছে তাদের জন্য ফান্ড ও সুযোগের সৃষ্টি করা যাতে তারা তাদের গবেষণার উপযুক্ত প্রয়োগ ঘটা্তে পারে।
Ø  দেশের উপকূলীয় অঞ্চলসমূহকে অপ্রচলিত মাৎস্যসম্পদের চাষের আওতায় নিয়ে আসা যাতে উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও বেকার জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
Ø  বড় বড় ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকে অপ্রচলিত মাৎস্যসম্পদের চাষে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে তোলা।
Ø  দেশের যেসব জায়গায় এধরণের সম্পদ চাষ করা হবে সেসব জায়গায় প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলা যাতে এসব সম্পদ রপ্তানি করার জন্য উপযুক্তভাবে প্রক্রিয়াজাত করা যায়।

আমাদের দেশের অন্যতম প্রধান একটি সমস্যা হলো বেকারত্ব। বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে হলে আমাদের দেশের যুবগোষ্ঠীকে চাকরিমুখী মনোভাব থেকে করে তুলতে হবে উদ্যোক্তেমুখী। আর অপ্রচলিত মাৎস্যসম্পদের চাষই তৈরি করতে পারে হাজারো উদ্যোক্তার, যারা আরো লাখো বেকার যুবগোষ্ঠির জন্য তৈরি করবে কর্মসংস্থান। অপ্রচলিত মাৎস্যসম্পদের চাষের প্রসারের জন্য সরকারী ও বেসরকারী পর্যায়ের সম্মিলিত উদ্যোগ খুবই প্রয়োজন তা না হলে এধরণের উদ্যোগ থেকে যাবে কাগজে কলমেই সীমাবদ্ধ।


অন্তর সরকার
email: antorsarkar1@gmail.com

“চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়”


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঝিনুক থেকে মুক্তা তৈরির রহস্য.......

মাছ, পোল্ট্রি, প্রাণিখাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্ল্যাক সোলজার মাছির (Black soldier fly) লার্ভা:

মাছের আঁইশের নানাবিধ ব্যবহারঃ