পোস্টগুলি

জানুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
সমন্বিত ছাদ কৃষি ব্যবস্থাপনা ও ছাদ কৃষি গবেষণাঃ “মাছ, শাক আর সবজি চাষ, একই ছাদে বারোমাস” একটি মাঝারি আকারের ছাদ যেখানে জল আর স্থল এর সৃষ্টি একই সাথে বিরাজমান ।   যেখানে সারি সারি ব্যারেলে চাষ করা হয়েছে নানা প্রজাতির মাছ ।  অন্যদিকে প্লাস্টিক ব্যারেলের গায়ে মন্থর গতিতে শামুকের চলাচল। টবের সারিতে সাজানো হরেক রকমের শাক - সবজি আর ফুলের গাছ ।   উপরের দিকে তাকালে দেখতে পাবেন লতানো উদ্ভিদ যেখানে জন্মেছে লাউ ,  কুমড়া আর শিম ।   আর এরা প্রত্যকেই পুষ্টি আর পানি পাচ্ছে স্বয়ংক্রিয় ভাবে ।   আলোর ফাঁদে ধরা পড়ছে ফসল নষ্টকারী পোকা যারা আবার ব্যবহৃত হচ্ছে মাছের খাদ্য হিসেবে ।   ক্ষুদিপানা  (Duckweed),  অ্যাজোলা  (Azolla) আর শেওলার  (Algae)  সবুজ চাদর দেখা যাচ্ছে অন্য দিকের ব্যারেলগুলোতে ।   যেন প্রকৃতির এক খন্ডচিত্র ছাদটিতে স্থান দেয়া হয়েছে ।  চোখ জুড়িয়ে যাবার মতো একপলকেই। শুনতে রুপকথার গল্পের মতো মনে হলেও এমনটাই বাস্তবে দেখতে পাবেন  “   চট্টগ্রাম   ভেটেরিনারি   ও   এনিম্যাল   সাইন্সেস   বিশ্ববিদ্যালয় ”  এর  “ মাৎস্যবিজ্ঞান ”   অনুষদের অন্তর্ভুক্ত “ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট” বিভাগ