পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
ছাদে মাছ চাষঃ অন্তর সরকার , ফিশারিজ ১ম বর্ষ , “ চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ’’ ছাদ সকলেরই বিলাসের বস্তু , মন খারাপের সঙ্গী । কখনো ভে বে দেখেছেন কি ? এই ছাদই হতে পারে আপনার আয়ের উৎস। যে কেউ চাইলেই বসতবাড়ির ছাদে সম ন্বিত ভাবে মাছ ও সবজির চাষ করতে পারেন খুব সহজেই আর হতে পারেন লাভবান । এতে আপনার বাড়ির খালি পড়ে থাকা ছাদ বা আঙ্গিনারও হবে যথাযথ ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে যাচ্ছে চাষযোগ্য বা আবাদী ভূমির পরিমাণ। আজ থেকে এক শতাব্দী বা তারও কম সময়ে খালি ও আবাদযোগ্য ভূমির পরিমান হবে নগন্য , যার ফলে এই বিশাল জনসংখ্যার খাদ্য যোগান দেয়া হয়ে পড়বে অত্যন্ত কঠিন। এসব জমিতে তখন থাকবে আকাশচুম্বি ভবন , আর বিশাল ছাদগুলো ও থাকবে তার সাথে হয়তো বা অব্যবহৃত। কিন্তু এই ছাদ গুলোতেই যদি সম ন্বিত ভাবে মাছ ও সবজির চাষ করা যায় এখন থেকেই , তবে এক দিকে মিটবে প্রাণিজ আমিষের চাহিদা অন্য দিকে পাবেন তাজা ও ফরমালিনমুক্ত মাছ, ফলমূল , শাকসবজিআর এ পদ্ধতিটির নাম , অ্যাকোয়াপনিক্স (Aquaponics ) । জানলে অবাক হবেন, কোন প্রকার মাটির ব্যবহার ছাড়াই এ পদ্ধতিতে করা যাব