পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
স্বল্প খরচে গড়ে তুলুন মিনি “একোয়াপনিক্স” (Aquaponics) ‘একোয়াপনিক্স” (Aquaponics) শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সংক্ষেপে বলতে গেলে মাছ ও উদ্ভিদের সমন্বিত চাষ পদ্ধতি যাতে মাছের বর্জ্য পদার্থকে গাছের পুষ্টি হিসেবে ব্যবহার করে পানি পরিশোধনপূর্বক পুনরায় মাছের ধারকে ব্যবহার করা হয়। আমাদের ঘরের কোণায়, জানালার পাশে বা ছাদ ও আঙ্গিনার এক পাশে আমরা চাইলেই গড়ে তুলতে পারি একটি সখের মিনি “একোয়াপনিক্স” (Aquaponics) । কিছুটা তুলে ধরার চেষ্টা করলামঃ যা যা প্রয়োজনঃ ১) মাছের ট্যাঙ্ক ও গাছের বেডের জন্য প্লাস্টিক ব্যারেল (জায়গা অনুসারে)। খরচ হবে সর্বোচ্চ ৫০০-১০০০ টাকা। ২) ওয়াটার লাইন পাইপ ও প্লাস্টিক পাইপ, পাইপ কানেক্টর। সবমিলিয়ে ২০০-৩০০ টাকা) ৩) একটি স্বল্প ক্ষমতার   অ্যাকুরিয়াম মোটর (পানি উত্তোলনের জন্য)। (৩০০ হতে ৬০০ টাকা) ৪) প্লাস্টিক বোতল। ৫) কংক্রিট, বালি, কাঠের তুষ, কাঠ কয়লা। ৬) ধাতব বা কাঠের স্ট্যান্ড (গাছের বেড বসানোর জন্য)। খরচ হতে পারে সর্বোচ্চ ৫০০ টাকা। ৭) অ্যাকুরিয়াম এয়ারেটর। (১৫০-২০০ টাকা) ৮) কাজ করার জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতি। কার্যপদ্ধত