পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
শীতকালীন পুকুর ব্যবস্থাপনাঃ শীতকালীন সম্ভাব্য সমস্যা ও সমাধানঃ সমস্যা ১ - শীতকালে তাপমাত্রা কম থাকে ফলে মাছের বিপাকীয় হার (Metabolic Rate) থাকে কম। তাই একই পরিমাণ খাবার হজম হতে সময়ও লাগে বেশি। অতিরিক্ত খাবার জমে ও পঁচে পানির গুণাগুণ নষ্ট করতে পারে ও অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করে অক্সিজেন এর মাত্রা কমিয়ে দিতে পারে। পানির উপর লাল স্তর পড়তে পারে। সমাধানঃ খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া। যে পরিমাণ খাবার আপনি দুইবেলা হারে দিয়ে থাকেন সে   একই পরিমাণ খাবার আপনি তিন বা চারবেলা হারে দিন। দিনের তাপমাত্রা অতিরিক্ত কম থাকলে খাবার দেয়া কিছুদিন বন্ধ রাখতে পারেন। পানির উপর লাল স্তর পড়লে খড়ের বিচালি বা কলাগাছের পাতা পেঁচিয়ে দঁড়ি তৈরী করে টানলে সমাধান হতে পারে। মাছের হজমশক্তি বাডানোর জন্য প্রতি কুইন্ট্যাল খাবারে ৫০ - ১০০ গ্রাম উপযুক্ত উৎসেচক বা এনজাইম বা হজমি প্রয়োগ করা উচিত। এতে মাছের খাবার চাহিদা বাড়বে। সমস্যা ২ – আপনার পুকুরের চারপাশে যদি বড় গাছ থাকে তাহলে শীতকালীন পাতা ঝড়া একটি বড় সমস্যার৪ কারণ হতে পারে। কারণ এই পাতাগুলো পুকুরের উপরের স্তরে একটি আবরণ