ফিশারিজ পড়া নিয়ে হীনমন্যতায় ভুগছেন?


                                  

        ফিশারিজ পড়া নিয়ে হীনমন্যতায় ভুগছেন?


আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে  ফিশারিজ বিষয়ে অধ্যয়নরত তাদের মধ্যে অনেকেই হয়তোবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথ থেকে পিছলে পড়ে নিয়তির শিকার হয়ে পড়ছেন ফিশারিজ নিয়ে। এ নিয়ে আমাদের দ্বিধা আর হীনমন্যতারও শেষ নেই। কিন্তু কথায় আছে আপনি যতই হীনমন্যতায় ভুগবেন ততই আপনি হীন হতে থাকবেন দিনে দিনে। উল্লেখ্য বিষয় এই যে, যেখানে অন্যান্য খুব কম সেক্টরে আমাদের দেশকে সারা বিশ্বের মধ্যে উঁচু অবস্থানে পাওয়া যায় সেখানে ফিশারিজ সেক্টরে আমরা সারা বিশ্বে ৫ম স্থানে আছি তবুও আমরা এই বিষয়ে পড়তে হীনমন্যতায় ভুগি।

এবার আমাদের দেশের সোনার হরিণ মানে চাকরির কথায় আসা যাক। এটা আমরা সবাই মানতে বাধ্য যে বর্তমানে আমাদের দেশে যেকোন সেক্টরেই চাকরির বাজারের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। শিক্ষিত জনগোষ্ঠীর সিংহভাগই বেকার সমস্যার সম্মুখীন। কিন্তু ফিশারিজ আপনাকে করতে পারে স্বাবলম্বী যদি আপনার মনোভাব উদ্যোক্তামুখী হয়। আপনি স্নাতক সম্পূর্ণ করার পর স্বল্প পুঁজিতেই শুরু করতে পারেন মাছের খামার, মাছের খাবারের ব্যবসা, শামুক চাষ। আর আপনার পুঁজি যদি বেশী হয় তবে আপনি করতে পারেন হ্যাচারী,মুক্তা চাষ, চিংড়ী চাষ, কাঁকড়া চাষ এমনকি কুমির চাষের মতো লাভজনক ব্যবসাও। আপনার পুঁজি যোগাতে বিভিন্ন এন,জি,ও এবং সরকারি সংস্থা থেকেও নিতে পারেন লোন। তবে যারা একরাতে কোটিপতি হতে চান তারা দূরে থাকাই উত্তম এতে করে আপনি যেমন স্বাবলম্বী হতে পারবেন সাথে সাথে আপনার অর্জিত শিক্ষার প্রয়োগও হবে সঠিক ক্ষেত্রে। আপনিও হয়তো একশ বেকার যুবককে কাজের সুযোগ দিতে পারেন। স্বপ্ন বা কল্পনা নয় চোখ কান খোলা রাখলে আপনার চারপাশেই এমন অনেক সফল ব্যক্তির দেখা মিলবে আর এক্ষেত্রে সাফল্যের হার অন্যন্য সেক্টরের সাথে তুলনা করে দেখুন, উত্তর আপনিই পেয়ে যাবেন। তবে হ্যাঁ আপনাকে হয়তো নানান লোকে নানান কথা বলবে যেমনঃ এত পড়ালেখা করে খামার বা ব্যবসা কেন করছ? তাই বলতে চাই- ভুলে যান এসব, কেউ কখনো লোকের কথা শুনে বড় হয়েছে এমন নজির বড়ই বিরল

বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আমরা যে সমস্যায় পড়ি তা হলো বাজারজাতকরণ। কিন্তু আমাদের দেশে মাছ ও মৎস্যজাত পণ্যের চাহিদা প্রচুর এবং রপ্তানি চাহিদাও খুব কম নয়। তাই এদিক থেকে ভাবতে গেলে ফিশারিজ সেক্টরে আপনার ব্যবসা করার ঝুঁকিও কম। আপনি যদি সঠিকভাবে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন তবে লাভের মুখ দেখতেও আপনার কম সময় লাগবে এবার উচ্চশিক্ষার কথায় আসা যাক – অন্যান্য বিষয় এর সাথে তুলনা করলে দেখা যায় ফিশারিজ সেক্টর থেকে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগও বেশি আর প্রতিযোগিতাও তুলনামূলকভাবে কম। শুনতে খারাপ লাগলেও সত্যি যে সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডারই হতে চায় তবে অন্যান্য সেক্টরের প্রয়োগ মর্যাদা হুমকির সম্মুখীন হবে এতে লাভের লাভ কিছুই হবেনা বরং হুজুগে বাঙালী এই হুজুগে চলেই দিনে দিনে দেশের সর্বনাশ ডেকে আনবে

আমাদের চাকরির বাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ঘটিতব্য বিষয় বিবেচনা করলে দেখা যায় যে, আমাদের বর্তমানে দক্ষ চাকুরিজীবির চেয়েও প্রয়োজন দক্ষ উদ্যোক্তা যারা তাদের নিজস্ব উদ্যোগে নিজেরা স্বাবলম্বী হবে এবং সৃষ্টি করবে নতুন কর্মক্ষত্রের। যে বিষয়ে পড়ছেন সেই বিষয়টাকেই যদি ভবিষ্যতের চাবিকাঠি করতে চান তবে হীনমন্যতা নয়, মনোভাব পরিবর্তন করলে ফিশারিজই আপনাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। 

অন্তর সরকার
"চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়"
ইমেইল- antorsarkar1@gmail.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঝিনুক থেকে মুক্তা তৈরির রহস্য.......

মাছ, পোল্ট্রি, প্রাণিখাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্ল্যাক সোলজার মাছির (Black soldier fly) লার্ভা:

মাছের আঁইশের নানাবিধ ব্যবহারঃ