পোস্টগুলি

সমুদ্রসম্পদের নতুন দিগন্ত সী-উইড

ছবি
প্রকৃতির এক বিশাল সম্পদভান্ডার হলো সমুদ্র । বাংলাদেশে সমুদ্রজাত সম্পদের রয়েছে অপার সম্ভাবনা যার সিংহভাগই আমাদের অজানা । সী - উইড বা সমুদ্র শৈবাল এমনই এক অতি গুরুত্বপূর্ণ সমুদ্র সম্পদ । সী - উইড হলো একপ্রকার সামুদ্রিক অ্যালজি যেটি সমুদ্রের অল্প গভীরতায় শক্ত বা পাথুরে অবলম্বনে জন্ম নেয় এবং বেড়ে ওঠে । সী - উইড অতি আদিম প্রজাতির উদ্ভিদ যাদের সত্যিকারের শিকড় , কান্ড ও পাতা নেই এবং তারা হোল্ডফাস্ট নামক প্রত্যঙ্গের সাহায্যের তলদেশের সাথে লেগে থাকে । সামুদ্রিক প্রাণিদের খাবারের উৎস ও বাসস্থান প্রদান করে সামুদ্রিক বাস্তুতন্ত্রে সী - উইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । তাছাড়া নিউট্রিয়েন্ট বায়োএক্সট্রাকশন ও বাফারিং এর মাধ্যমে সী - উইড পানির নিউট্রিয়েন্ট এর ভারসাম্য রক্ষা করে । প্রধানত লাল , সবুজ ও বাদামী এই তিন রঙের সী - উইড পাওয়া যায় সমুদ্রে । দক্ষিণ - পূর্ব এশিয়াতে মোট ২২১ টি   প্রজাতির বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সী - উইড পাওয়া যায় । এদের মধ্যে প্রায় ১৪৫ টি প্রজাতি খাবার হিসেবে এবং ১১০ টি প্রজাতি অ্যাগার বা ফাইকো - কলয়েড তৈরিতে ব্যবহৃত হয়